MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

সাধারণ জ্ঞান : কম্পিউটার- শেষ পর্ব

In সাধারণ জ্ঞান - Jun 26 at 4:25pm
সাধারণ জ্ঞান : কম্পিউটার- শেষ পর্ব

আধুনিক বিশ্বে প্রযুক্তির বাইরে কিছুই কল্পনা করা যায় না। এখন খোঁজ নিলে প্রায় প্রতিটি মানুষ কম্পিউটার ব্যবহার করছে। মানুষের হাতে হাতে পৌঁছে গেছে প্রযুক্তির ছোঁয়া। তাই কম্পিউটারের বিভিন্ন দিক নিয়ে আজকের আয়োজনের শেষ পর্ব-

১. প্রশ্ন : কম্পিউটার কেমন ধরনের যন্ত্র?
উত্তর : ইলেকট্রনিক।

২. প্রশ্ন : কম্পিউটারের চারটি মূল অংশের নাম কী?
উত্তর : ইনপুট, মেমোরি, প্রসেসর ও আউটপুট।

৩. প্রশ্ন : মনিটর কী?
উত্তর : মনিটর হচ্ছে আউটপুট ডিভাইস।

৪. প্রশ্ন : কম্পিউটারে উপাত্ত ঢোকানোর জন্য কী দরকার?
উত্তর : ইনপুট ডিভাইস দরকার।

৫. প্রশ্ন : বিভিন্ন ধরনের কাজের জন্য কী প্রয়োজন?
উত্তর : বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রয়োজন।

৬. প্রশ্ন : কম্পিউটারের হার্ডওয়্যার কী দ্বারা পরিচালিত হয়?
উত্তর : সফটওয়্যার দ্বারা।

৭. প্রশ্ন : কি-বোর্ড, মাউস কী ধরনের ডিভাইস?
উত্তর : ইনপুট ডিভাইস।

৮. প্রশ্ন : কম্পিউটার কাজ শেষে ফলাফল কোথায় দেখায়?
উত্তর : মনিটরে।

৯. প্রশ্ন : কম্পিউটারের মেমোরি বা প্রসেসর কোথায় থাকে?
উত্তর: কম্পিউটারের ভেতরে।

১০. প্রশ্ন : ক্যালকুলেটর কোন ধরনের শব্দ?
উত্তর : ইংরেজি।

১১. প্রশ্ন : গঠন, আকার ও প্রয়োজনে ক্যালকুলেটর কেমন হয়ে থাকে?
উত্তর : বিভিন্ন রকমের।

১২. প্রশ্ন : ক্যালকুলেটরের ব্যাপক ব্যবহার কোথায় হয়ে থাকে?
উত্তর : ব্যবসা-বাণিজ্যে।

১৩. প্রশ্ন : ১৮+১৫ = ? ক্যালকুলেটরে অঙ্কটি সমাধান করলে কয়টি বোতাম টিপতে হবে?
উত্তর: ৬টি।

১৪. প্রশ্ন : চার্লস ব্যাবেজ কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?
উত্তর : ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের।

১৫. প্রশ্ন : কম্পিউটারের কার্যপদ্ধতির মূল বিষয়টি কেমন?
উত্তর : খুবই সোজা।

১৬. প্রশ্ন: কম্পিউটারের প্রয়োজনীয় নির্দেশনাগুলোকে কী বলা হয়?
উত্তর : সফটওয়্যার।

১৭. প্রশ্ন : কম্পিউটারের প্রসেসর কোন কাজটি কীভাবে সম্পন্ন করবে, এর জন্য কী কী নির্দেশ কোথায় জমা থাকে?
উত্তর : মেমোরিতে।

১৮. প্রশ্ন : একটি কম্পিউটারের শুধু হার্ডওয়্যার আছে, কম্পিউটার কী কাজ করবে?
উত্তর : না।

১৯. প্রশ্ন : কম্পিউটার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মানুষের কোথায়?
উত্তর : দৈনন্দিন জীবনে।

২০. প্রশ্ন : আধুনিক যুগকে কীসের যুগ বলা হয়?
উত্তর : কম্পিউটারের যুগ বলা হয়।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2587
Post Views 493