MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

হাসপাতালে ভর্তি সাইফ আলী খান

In বিবিধ বিনোদন - Jun 26 at 3:25pm
হাসপাতালে ভর্তি সাইফ আলী খান

বলিউড অভিনেতা সাইফ আলী খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুটিং করার সময় গুরুতর আহত হন তিনি।

শনিবার তাকে কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাইফ আলী খানের বোন সোহা আলী খান।

জানা গেছে, সাইফ আলী তার পরবর্তী সিনেমা রেঙ্গুনের শুটিংয়ের সময় আঘাত পান। কবজি এবং গোড়ালিতে আঘাত পেয়েছেন তিনি। সিনেমায় কঙ্গনা এবং শাহীদ কাপূরও অভিনয় করছেন।

সাইফ আলী খান এর আগেও শুটিং করতে গিয়ে আহত হয়েছিলন। ২০১১ সালে এজেন্ড বিনোদ সিনেমার শুটিংয়ের সময় ওই দুর্ঘটনা ঘটেছিল।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2613
Post Views 226