MysmsBD.ComLogin Sign Up

আসুসের নতুন গেমিং ল্যাপটপ

In কম্পিউটার রিভিউ - Jun 26 at 1:39pm
আসুসের নতুন গেমিং ল্যাপটপ

দেশে আসুসের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড গেমারদের জন্য নিয়ে এল উন্নত প্রযুক্তির নতুন গেমিং ল্যাপটপ। এটির মডেল‘জিএল৭৫২ভিওয়াই-৬৭০০এইচকিউ’।

এই ল্যাপটপটি গেমারদের চাহিদানুযায়ী সর্বোচ্চ গেমিং পারফরম্যান্স দেবে। এটি অ্যাটেনটিভ ডিজাইন তৈরি। এর ৬৭০০এইচডি কোয়ালিটির নিঁখুত ভিজ্যুয়ালইফেক্ট এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয়েছে এই গেমিং ল্যাপটপটি।

ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোরআই-৭ প্রসেসর সম্বলিত ল্যাপটপটিতে এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ৯৮০এম, ডিডিআর৪ ভিডিও গ্রাফিক্স রয়েছে। এর ডিসপ্লে ১৭.৩ ইঞ্চির ফুল এইচডি ওলিড।

এতে আছে ২ টেরাবাইট সাটা হার্ডডিস্ক, ১২৮ জিবি সলিড-স্ট্যাটডিস্ক, ৮ জিবি ডিডিআর ৫র‌্যাম, ইন্টেল এইচএম ১৭০ চিপসেট। যার ফলে ল্যাপটপটি দ্রুত কমান্ড গ্রহণ করতে সক্ষম। অসাধারণ অডিওর জন্য এতে ব্যবহৃত হয়েছে সনিক মাস্টার টেকনোলজি।

৪.৩ কিলোগ্রাম জনের এই ল্যাপটপটির নেটওয়ার্কিংয়ের জন্য রয়েছে ওয়াইফাই, ব্লু-রে ডিভিডি রাইটার, এইচডি ওয়েব ক্যাম, ল্যানজ্যাক। ল্যাপটপটির ব্যাটারি ৮৮ ওয়ার্ক আওয়ার্সের।

২ বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিসহ এই ল্যাপটপটির মূল্য ১ লাখ ৮৮ হাজার টাকা।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 4127
Post Views 162