MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

পতিতার চরিত্রে মৌসুমি

In নাটক ও টেলিফিল্ম - Jun 26 at 3:07am
পতিতার চরিত্রে মৌসুমি

বেশ কিছু নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবং অভিনেত্রী মৌসুমি। এরপর নির্মাতা মোস্তফা কামাল রাজের প্রজাপতি ছবিতে অভিনয় করে এ জুটি ভূয়সী প্রশংসা কুড়ায়। এরপর নানা কারণে বড় পর্দায় তাদের একসঙ্গে দেখা যায়নি।

তবে দীর্ঘদিন পর আবারো একসঙ্গে জুটি বাঁধলেন তারা। ছবির নাম বাসর হবে মাটির ঘরে। পরিচালনা করবেন শাহ মো. সংগ্রাম।

তিনি জানালেন, মোশাররফ করিম এবং মৌসুমী দুজন ছবিতে কাজ করবেন এটি চুড়ান্ত। আগামী মাসে অর্থাৎ ঈদের পর ছবির কাজ শুরু হবে।

নির্মাতা শাহ মো. সংগ্রাম আরো বলেন, ছবির গল্পটা সামাজিক। এখানে মৌসুমীকে দেখা যাবে একজন পতিতার চরিত্রে। যিনি সমাজের কিছু মানুষের রোষানলে পড়ে এ পথে আসেন এবং মোশাররফ করিমের চরিত্রটি একজন পেশাদার মদ বিক্রেতার। যিনি একটি নিষিদ্ধ পল্লীতে মদের ব্যবসা করেন।

সংগ্রাম আরো জানান, এটি বিগ বাজেটের ছবি হবে। দেশের সেরা তারকারা থাকবেন অভিনয়ে। ছবিটি দর্শকদের কাছে ভালোভাবে পৌঁছে দিতে পারলে তারা সামাজিক গল্প নির্ভর এই ছবিটি সাদরে গ্রহণ করবেন।

এদিকে, এরই মধ্যে এ ছবির একটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। গত মাসে রুনা লায়লা ও সুবীর নন্দী ছবির জন্য একটি গানে কণ্ঠ দিয়েছেন। আলাউদ্দিন আলীর সংগীত পরিচালনায় গানটি লিখেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।

Googleplus Pint
Jafar IqBal
Posts 1514
Post Views 410