MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

কলিং প্ল্যাটফর্ম দখল করেছে হোয়াটসঅ্যাপ!

In ইন্টারনেট দুনিয়া - Jun 25 at 8:08pm
কলিং প্ল্যাটফর্ম দখল করেছে হোয়াটসঅ্যাপ!

জনপ্রিয় মেসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপ তার ব্যবহারকারীদের জন্য নিয়ে এল এক দুর্দান্ত খবর।

প্রিয়জনকে ফোন করার জন্য এখন থেকে আর ফোনে রিচার্জ করতে হাবে না! শুধু হোয়াটসঅ্যাপ থাকলেই হবে।

কারণ হোয়াটসঅ্যাপের মাধ্যমে রোজ প্রায় ১০০ মিলিয়ন, মানে ১০ কোটি ফোন করেছেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। গত এপ্রিলেই বিশ্বজুড়ে ভয়েস কলিং ফিচার নিয়ে আসে হোয়াটসঅ্যাপ।

প্রথমে অ্যানড্রয়েড ফোন, তারপর ধীরে ধীরে আইফোন, ব্ল্যাকবেরি ও উইন্ডোজ ফোনেও এই সুবিধা নিয়ে আসে হোয়াটসঅ্যাপ।

বৃহস্পতিবার সংস্থার তরফে এই তথ্য জানানো হয়। বলা হয়, বিশ্বজুড়ে সেকেন্ডে ১১০০টি কল হয়েছে হোয়াটসঅ্যাপ ভয়েস কল থেকে।

Googleplus Pint
Noyon Khan
Posts 2739
Post Views 101