MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

৩৩ বছরের রেকর্ড ভাঙলেন হেলস

In ক্রিকেট দুনিয়া - Jun 25 at 6:43pm
৩৩ বছরের রেকর্ড ভাঙলেন হেলস

টেস্ট সিরিজে তিনবার সেঞ্চুরির খুব কাছে গিয়েও আক্ষেপ নিয়ে ফিরেছিলেন। তিন অঙ্ক ছুঁতে না পারার সেই আক্ষেপটা ওয়ানডেতে মাটালেন অ্যালেক্স হেলস।

এজবাস্টনে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন হেলস। ২৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জেসন রয়ের সঙ্গে অবিচ্ছিন্ন ২৫৬ রানের উদ্বোধনী জুটিতে ইংল্যান্ডকে এনে দেন ১০ উইকেটের জয়। ওয়ানডেতে কোনো উইকেট না হারিয়ে এটাই সর্বোচ্চ রানের লক্ষ্য তাড়া করে জয়ের রেকর্ড।

রয় ৯৫ বলে ৭ চার ও ৪ ছক্কায় করেন অপরাজিত ১১২ রান। আর হেলস ১১০ বলে ১০ চার ও ৬ ছক্কায় অপরাজিত থাকেন ১৩৩ রানে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে কোনো ইংলিশ ব্যাটসম্যানদের এটাই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

আগের সর্বোচ্চ ছিল ডেভিড গোয়ের ১৩০ রান, ১৯৮৩ বিশ্বকাপে টাউন্টনে তিনে নেমে ইনিংসটি খেলেছিলেন তিনি। গোয়ের ৩৩ বছরের অক্ষত রেকর্ডটি এবার ভেঙে দিলেন হেলস।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5356
Post Views 480