MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ছোট বেলায় লেখাপড়ায় অমনযোগি সাকিবকে শায়েস্তা করতে বিকেএসপিতে ভর্তি করায় তার বাবা মা!

In খেলাধুলার বিবিধ - Jun 25 at 3:00pm
ছোট বেলায় লেখাপড়ায় অমনযোগি সাকিবকে শায়েস্তা করতে বিকেএসপিতে ভর্তি করায় তার বাবা মা!

পরিবারের পরে সাকিবের দ্বিতীয় পরিবার হয়ে ওঠে বিকেএসপি। মাগুরার বালক সাকিবের বিকেএসপিতে ভর্তি হওয়ার পেছনের রহস্য জানালেন খোদ সাকিব আল হাসানই।

বাড়ি বসে পড়াশোনায় অমনোযোগি ছিলেন সাকিব আল হাসান। সাকিবকে শায়েস্তা করতেই সাভাবের বিকেএসপিতে ভর্তি করান তার বাবা-মা। ক্রিকেটার বানানোর কোনো লক্ষ্য ছিলো না সাকিবের বাবা-মার।

খেলার তালে পড়াশোনাটা যাতে হয় এই চিন্তা ছিলো সাকিবের বাবা-মায়ের। দেশের একটি ইংরেজি দৈনিকে এসব কথা বলেছেন সাকিব আল হাসান। সাকিব বলেন, আমি কোনো দিনও ভাবতে পারিনি যে জাতীয় দলে খেলব।

সাকিব বলেন, অনূর্ধ্ব-১৩ দল এক সময় ভারত সফরে যায়। এখান থেকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে আনে অনেকে। ফুল ও বরফের সাথে তোলা ছবি ভালো লেগে যায় সাকিবের। পরে ভারততে যাওয়ার ইচ্ছা জাগে সাকিবের।

তবে বিকেএসপিতে শর্ত থাকে যে ভালো খেলতে হবে তবেই বিদেশে যাওয়া যাবে অন্যথায় নয়। পরে ক্রিকেটে মনোযোগ দেন সাকিব। ক্রিকেটের প্রতি আগ্রহটা এখান থেকে সৃষ্টি হয় সাকিব আল হাসানের।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2656
Post Views 444