MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

এআর রহমানের সুরে নাচলেন কোহলি

In খেলাধুলার বিবিধ - Jun 25 at 12:17pm
এআর রহমানের সুরে নাচলেন কোহলি

বিরাট কোহলি উইকেটে নেমে এলেন নাচতে নাচতে। বোলারকে তুলে মারলেন বাইরে। ব্যাট হাতে কোহলির এমন নাচ দেখতেই অভ্যস্ত ক্রিকেট ভক্তরা। কিন্তু এবার কোহলির সত্যিকারের নাচ দেখতে পারবেন! অস্কার জেতা সঙ্গীত স্রষ্টা এআর রহমানের গানের তালে কোহলি নাচছেন। ভিডিওটা পাওয়া যাচ্ছে।

ভারতের প্রিমিয়ার ফুটসাল লিগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কোহলি। আর এই আসরের টাইটেল সং করেছেন এআর রহমান। সেই গানের এক অংশে কোহলি তার নাচের নৈপুণ্যও প্রমাণ করলেন। র‌্যাপ ডান্স।

ভারত দল তাকে আইপিএলের পর দিয়েছে বিশ্রাম। দল জিম্বাবুয়ে গেলেও কোহলিকে সেই দলে রাখা হয়নি। এই সময়ে ফুটসালের প্রচারণা নিয়ে ব্যস্ত তিনি।

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে (এআইএফএফ) প্রেসিডেন্ট প্রফুল প্যাটেল অবশ্য একটু উদ্বিগ্ন কোহলিকে নিয়ে। কারণ, এই ফুটসাল লিগ ফিফা বা ভারতের ফুটবল সংস্থার স্বীকৃতি পায়নি। যদিও আসরটিতে খেলতে রাজি হয়েছেন ডেকো, পল স্কলসের মতো বিশ্ব তারকারাও।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2509
Post Views 161