MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

কারেন্ট গেলে ভয় পাবেন না!

In নাটক ও টেলিফিল্ম - Jun 25 at 11:05am
কারেন্ট গেলে ভয় পাবেন না!

দু'জন যুবক শহরে একটি বাড়িতে ভাড়া থাকেন। একদিন ওই বাড়িতে লোডশেডিং হয়। নির্ধারিত সময়ের পর সব ফ্ল্যাটে বিদ্যুৎ এলেও তাদের ঘরে আসে না। ঘন্টাখানেক পর থেকে একবার আসে তো আবার যায়- এমন অস্থির পরিস্থিতি।

এমন ভৌতিক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক 'কারেন্ট গেলে ভয় পাবেন না'।

মারুফ রেহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ইমেল হক। সম্প্রতি রাজধানীর উত্তরায় নাটকটি নির্মাণ কাজ শেষ হয়েছে। কমেডি গল্প নির্ভর এই নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম, লাক্সতারকা নিশা, সাজু খাদেম, সুজাত শিমুল, আনোয়ার হোসেন, জাহিদ সজল প্রমুখ।

নির্মাতা সূত্রে জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরে বেসরকিার টিভি চ্যানেল জিটিভিতে নাটকটি প্রচারিত হবে।

Googleplus Pint
Noyon Khan
Posts 2744
Post Views 303