MysmsBD.ComLogin Sign Up

এবার মোবাইল অ্যাপেও ট্রেনের টিকিট!

In এপস রিভিউ - Jun 25 at 4:08am
এবার মোবাইল অ্যাপেও ট্রেনের টিকিট!

এবার মোবাইল অ্যাপেও ট্রেনের টিকিট কাটার সুযোগ পাচ্ছেন আগ্রহী ব্যক্তিরা। 'ট্রেন টিকিট অ্যান্ড শিডিউল ইন বিডি' নামের অ্যাপটির নির্মাতা টেকটিউনস।

অ্যাপ ব্যবহার করে কাউন্টারে এসে ফিরতি এসএমএস ও কোড নম্বর দেখালেই টিকিট দেওয়া হয়। রেলওয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অ্যাপটিতে এসএমএসে ও ওয়েবসাইটে টিকিট কেনার পুরো প্রক্রিয়ার বর্ণনা রয়েছে এবং অ্যাপ থেকেই টিকিট কাটার সুবিধাও আছে।

সকাল নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে টিকিট কাটার চেষ্টা করলে সুবিধা পাওয়া যায়।

অ্যাপটিতে রেলের সময়সূচি, অনলাইনে ও এসএমএসে টিকিট কাটার সুবিধা, টিকিটের মূল্যসহ গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে।

Googleplus Pint
Noyon Khan
Posts 3518
Post Views 253