MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

আইফার মঞ্চে কাকে জড়িয়ে ধরলেন প্রিয়াঙ্কা?

In বিবিধ বিনোদন - Jun 25 at 12:33am
আইফার মঞ্চে কাকে জড়িয়ে ধরলেন প্রিয়াঙ্কা?

আইফার জমজমাট রাত। লাল গাউনের এক নায়িকাকে জড়িয়ে ধরলেন প্রিয়াঙ্কা চোপড়া। তৈরি হল এক নস্টালজিক মুহূর্ত। অনেকক্ষণ পাশাপাশি দাঁড়িয়ে কথাও বললেন তাঁরা।

সেই নায়িকাকে জানেন? তিনি দীপিকা পাড়ুকোন। আইফার মঞ্চে ফের দেখা হল ‘বাজিরাও মাস্তানি’-র দুই নায়িকার। প্রিয়াঙ্কা জানিয়েছেন, ‘পিঙ্গা’র সঙ্গে তিনি পারফর্ম করবেন। সঙ্গে দীপিকাকেও নাচতে দেখা যেতে পারে। এই মঞ্চের আলাদা আকর্ষণ প্রিয়াঙ্কার গান। তাঁর কথায়, ‘প্ল্যানিংয়ে কিছু পরিবর্তন হয়েছে। তবে আমি পিঙ্গার সঙ্গে নাচব, এটা সিওর।’

সালমান খানও নিজের ছবির দু’টি গানের সঙ্গে পারফর্ম করবেন। পাশাপাশি হৃতিক রোশন দেখাবেন ফ্লেমিংগো ডান্স। হৃতিক জানিয়েছেন, তাঁর জীবনের সবচেয়ে বড় আর কঠিন পারফরম্যান্স হতে চলেছে এটি।

সূত্র: আনন্দবাজার

Googleplus Pint
Jafar IqBal
Posts 1514
Post Views 518