MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

নাটকে নাচলেন চার তারকা

In নাটক ও টেলিফিল্ম - Jun 25 at 12:30am
নাটকে নাচলেন চার তারকা

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নির্মাতা ইমরাউল রাফাত নির্মাণ করেছেন বিশেষ একটি নাটক নাম ‘সেন্টিমেন্টাল। আর এতে অভিনয় করেছেন জনপ্রিয় চার তরুণ অভিনেতা ও অভিনেত্রী। তারা হলেন মিশু সাব্বির, তাসনোভা এলভিন, অ্যালেন শুভ্র ও ঈশিকা খান। অভিনয় তো তারা করছেন নিয়মিত কিন্তু এবার নাটকে অভিনয়ের পাশাপাশি নেচেছেন তারা। কারণ নাটকের একটি থিম সং রয়েছে। সে জন্য তাদরে এবার অভিনয়ের সঙ্গে নাচতেও হলো।সম্প্রতি সাভারের মমতা পল্লী রিসোর্টে এর দৃশ্যায়ন হয়েছে। জানা গেছে, নাটকের মাঝামাঝি দেখানো হবে এই নাচ। এর কোরিওগ্রাফার খালেদ মাহমুদ। গানটির শিরোনাম ‘প্রেমিক আমি বেঈমান’। গেয়েছেন আরাফাত মহসিন। তৈরি করেছে স্টুডিও ফিফটি এইট। আসছে ঈদুল ফিতরে ছয় পর্বের এই ধারাবাহিক নাটকটি প্রচার হবে আরটিভিতে।

Googleplus Pint
Jafar IqBal
Posts 1518
Post Views 287