MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

এলজির সবচেয়ে পাতলা ফোন

In মোবাইল ফোন রিভিউ - Jun 24 at 2:45pm
এলজির সবচেয়ে পাতলা ফোন

সবচেয়ে পাতলা ফোন আনলো এলজি। মডেল এলজি এক্স স্টাইল। ফোনটির পুরুত্ব ৬.৯ মিলিমিটার। তিনটি রঙে ফোনটি পাওয়া যাবে। এগুলো হলো, সাদা, কালো এবং সোনালী।

এলজির পাতলা এই ফোনটিতে আছে ৫ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৭২০x১২৮০ পিক্সেল। এতে ব্যবহার করা হয়েছে কোয়াডকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪১০ প্রসেসর। ব্যাটারি ২১০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের। র‌্যাম আছে ১.৫ জিবি।

ফোনটির দরদাম সম্পর্কে এখনো ধারণা পাওয়া যায়নি।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2620
Post Views 241