MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

দীপিকার ‘ট্রিপল এক্স’ ভিডিও ফাঁস

In বিবিধ বিনোদন - Jun 24 at 2:14pm
দীপিকার ‘ট্রিপল এক্স’ ভিডিও ফাঁস

বিনোদন ডেস্ক: এখনও মুক্তিই পায়নি দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি ‘ট্রিপল এক্স’। তার আগেই কিন্তু খবরের শিরোনামে এই ছবি। ‘ট্রিপল এক্স’ ছবির বেশ কয়েকটি দৃশ্য ফাঁস হয়ে গিয়েছে বলে খবর।

আর সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সেই ভিডিওগুলো ভাইরাল হয়ে গিয়েছে। শুধু ভিডিও নয়, এই ছবির বেশ কিছু স্টিল ছবিও ইন্টারনেটের দৌলতে ছড়িয়ে পড়েছে।

ছবিগুলিতে দীপিকাকে দেখা যাচ্ছে। এই ছবিতে অন্য ভূমিকায় ধরা দিয়েছেন দীপিকা। বলিউডে ছাপ ফেলে দিয়েছেন দীপিকা। তার গুণমুগ্ধের সংখ্যাও কম নয়।

এবার হলিউডে রাজ করার পালা। মুক্তি পায়নি ‘ট্রিপল এক্স’। তার আগেই এই ছবি কিন্তু রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।

Googleplus Pint
Asifkhan Asif
Posts 1230
Post Views 498