MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

কুম্বলে কি ধোনির অধিনায়কত্বের সমাপ্তি ঘটাবেন?

In ক্রিকেট দুনিয়া - Jun 24 at 11:29am
কুম্বলে কি ধোনির অধিনায়কত্বের সমাপ্তি ঘটাবেন?

ভারতীয় ক্রিকেট দলের নতুন কোচ অনিল কুম্বলে। বিরাট কোহলি ইতোমধ্যেই স্বাগত জানিয়েছেন কুম্বলেকে। তার উপরেই নির্ভর করছিল কুম্বলের ভাগ্য। কোহলি সায় দেয়াতেই কুম্বলে ভারতের কোচ হন।

ভারতীয় ক্রিকেটে শুরু হতে চলেছে কুম্বলে-যুগ। কিন্তু ধোনি-যুগের কি অবসান হবে? কুম্বলে কি চাইবেন ধোনিকে? দলের নেতৃত্ব ধোনির হাত থেকে নিয়ে কোহলির হাতে আবার তুলে দেয়া হবে না তো? সময় এর উত্তর দেবে।

রবি শাস্ত্রী অতীতে বলেছিলেন, ধোনির উচিত ক্রিকেটকে উপভোগ করা। তার জবাবও দিয়েছিলেন ভারতের সফলতম অধিনায়ক।

জবাব দিয়ে তো আর নিজের পারফরম্যান্সকে যাচাই করা যায় না। জিম্বাবুয়ে সফরে ধোনি ব্যাট হাতে নিজের সুনাম বজায় রাখতে পারেননি। ব্যাট হাতেও তিনি আর আগের মতো ফিনিশার নন। সেটা প্রমাণ করে দিয়েছে দুর্বল জিম্বাবুয়ে।

প্রথম টি-টোয়েন্টিতে শেষ ওভার পর্যন্ত টিকে থাকলেও ধোনি কিন্তু ভারতকে জেতাতে পারেননি। প্রথম টি টোয়েন্টির শেষ বলটা ছিল ইয়র্কার। ধোনি বাউন্ডারি মেরে দলকে জেতাতে ব্যর্থ হন। শেষ টি-টোয়েন্টিতেও ব্যাট হাতে রান পাননি ধোনি। যদিও দিনের শেষে দেখাচ্ছে তার নেতৃত্বে ভারতই জিতেছে।

এতকিছুর পরেও বলা যাচ্ছে না, ধোনির ভবিষ্যৎ কী হতে চলেছে?

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5224
Post Views 157