MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

আর্জেন্টিনা ফুটবল সংস্থাকে একহাত নিলেন মেসি

In ফুটবল দুনিয়া - Jun 24 at 10:54am
আর্জেন্টিনা ফুটবল সংস্থাকে একহাত নিলেন মেসি

লিওনেল মেসি মনে করেন, দায়টা নিতে হবে আর্জেন্টিনা ফুটবল সংস্থাকে (এএফএ)। হিউস্টন থেকে নিউ জার্সিতে যাওয়ার কথা। কিন্তু বৃহস্পতিবার বিমানবন্দরেই কাটিয়ে দিতে হলো অনেকটা সময়। বিরক্ত মেসি সামাজিক যোগাযোগমাধ্যমে এএফএ'র 'বাজে অবস্থা' বলে মন্তব্য করেছেন।

মঙ্গলবার বেশ সহজেই যুক্তরাষ্ট্রকে সেমিফাইনালে হারিয়েছে মেসিদের আর্জেন্টিনা। ফাইনালে তারা খেলবে চিলির বিপক্ষে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২৭ জুন ফাইনাল। হিউস্টন থেকে নিউ জার্সি পৌঁছে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টাইন অধিনায়ক মেসি লিখেছেন, "আবার গন্তব্যে পৌঁছানোর জন্য বিমানে অপেক্ষায় থাকতে হলো। এএফএ'র কি বাজে অবস্থা। হা ঈশ্বর!"

বিষয়টি দ্রুতই চোখে পড়েছে এএফএর। সেরা ফুটবলারের বিরক্তির কারণ হলো যে বিষয় তাতে বক্তব্য দিয়েছে তারা। জানিয়েছে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তাদের কোনো হাত নেই। "আর্জেন্টিনা ফুটবল সংস্থা জানাচ্ছে যে জাতীয় দলকে নিউ জার্সি নিয়ে যাওয়া বিমান ছাড়তে দেরি হয় আবহাওয়ার কারণে।" এএফএ জানিয়েছে, "এএফএ এও জানাতে চায় যে যাতায়াতের গোটা বিষয় দেখে কোপা আমেরিকা সেন্টনারিও আয়োজকরা।"

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2587
Post Views 343