MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

মেয়েকে বাচাতে ফ্রিজে রাখলেন বাবা!

In সাধারন অন্যরকম খবর - Jun 23 at 10:48pm
মেয়েকে বাচাতে ফ্রিজে রাখলেন বাবা!

গাড়ির মধ্যে ছয় মাসের শিশুকন্যার মৃত্যুর পর তাকে বাঁচাতে ফ্রিজের মধ্যে রাখেন শিশুটির বাবা।

ঘটনা যুক্তরাষ্ট্রের টেক্সাসে। সেদিন ছিল মঙ্গলবার। স্কুল শিক্ষক মাইকেল থেডফোর্ড (৩৩) সকাল ৯টায় তার তিন ও পাঁচ বছরের সন্তানকে ডালাসে ডে-কেয়ারে দিতে যান।

এসময় তার ছয় মাসের শিশুকন্যাকেও সঙ্গে করে নিয়ে যান। ডে-কেয়ার থেকে বাসায় ফিরে ঘুমিয়ে পড়েন তিনি।

চার ঘণ্টা ঘুমানোর পর থেডফোর্ডের মনে পড়ে তিনি তার ছয় মাস বয়সের মেয়েকে গাড়ির মধ্যে রেখে এসেছেন।

বাইরে বেরিয়ে এসে দেখেন গাড়িতে তার শিশুকন্যা নিথর পড়ে আছে। দ্রুত বাচ্চাকে গাড়ি থেকে বের করেন তিনি।

বাচ্চার বাবার তখন মনে হলো, গাড়িতে গরমের মধ্যে চার ঘণ্টা থাকায় এরকম হয়েছে। ফ্রিজে রাখলে ঠিক হয়ে যাবে। তিনি বাসায় গিয়ে মেয়েকে রান্নাঘরে ফ্রিজের মধ্যে রাখলেন।

পুলিশ জানায়, মেয়েটি যখন কোনো সাড়া দিচ্ছিল না, তখন মাইকেল ও তার স্ত্রী পুলিশকে ফোন করে। পরে পুলিশ এসে রান্নাঘর থেকে শিশুটিকে উদ্ধার করে।

কিন্তু তার আগেই সব শেষ। চিকিৎসা দেওয়া হলেও শিশুটিকে বাঁচানো যায়নি। শিশুটি যখন গাড়িতে ছিল, তখন বাইরের তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

এ ঘটনায় থেডফোর্ডের বিরুদ্ধে হত্যার অভিযোগ গঠন করা হয়েছে।
তথ্যসূত্র : মেট্রো ও ফক্স নিউজ

Googleplus Pint
Noyon Khan
Posts 2749
Post Views 644