MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ভারতের মন্দিরে ইফতার পার্টি!

In আন্তর্জাতিক - Jun 23 at 6:09pm
ভারতের মন্দিরে ইফতার পার্টি!

এবারের রমজানে ইফতার পার্টির আয়োজন করা হয়েছে ভারতের পশিমবঙ্গের মায়াপুরে অবস্থিত ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনশাসনেসে (ইসকন)।

বুধবার সন্ধ্যায় ইসকনের গীতা ভবন চত্ত্বরে এই ইফতারর আয়োজন করা হয়। খবর টাইমস অব ইণ্ডিয়ার।

খবরে বলা হয়, অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী প্রতিষ্ঠিত ইসকনের পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে এই ইফতারের আয়োজন করে কর্তৃপক্ষ। ইফতারের আগে একটি নামাজও আদায় করা হয় সেখানে। এরপর মায়াপুরের সন্নাসীরা ইফতারে উপস্থিত প্রত্যেককে খাবার পরিবেশন করেন।

ইসকনের জনসংযোগ কর্মকর্তা এইচ.বি. জগধাত্রী প্রভু জানান, ‘এদিনের ইফতারে মায়াপুর বামনপুকুর পঞ্চায়েত ১ এবং ২-এর নির্বাচিত মুসলিম প্রতিনিধিদের পাশাপাশি স্থানীয় একাধিক মসজিদ ও একটি মাদ্রাসার ইমাম, সভাপতি, সচিব, পঞ্চায়েত সমিতির সদস্যরাও অংশ নিয়েছিলেন।

জগধাত্রী প্রভু আরও জানান, ‘২০১৬ সালে জগন্নাথ রথ যাত্রা এবং ঈদ একই দিনে পড়েছে। সেদিকে লক্ষ্য রেখেই সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের প্রতি শান্তি, সম্প্রীতি, ভালবাসা ও বিশ্বাসের বার্তা ছড়িয়ে দিতেই এই ইফতার সমাবেশের আয়োজন করা হয়।'

Googleplus Pint
Noyon Khan
Posts 2723
Post Views 308