MysmsBD.ComLogin Sign Up

পিঁপড়া ও কবুতর

In ঈশপের গল্প - Jun 23 at 1:14am
পিঁপড়া ও কবুতর

এক পিঁপড়া নদীর তীরে পানি খেতে গেল। কিন্তু সে পানিতে পড়ে স্রোতে ভেসে যেতে লাগল। এক কবুতর নদীর তীরে গাছের ডালে বসে দেখছিল। সে একটা পাতা ছিঁড়ে পানিতে ফেলল। পিঁপড়াটি পাতায় উঠে নিজের জীবন বাঁচাল।

কিছুক্ষণ পরই এক শিকারি সেখানে এল। সে গাছের ডালে কবুতরটিকে দেখে চুপিচুপি এগুতে লাগল। কবুতরের দিকে বন্দুক তাক করল। পিঁপড়া এটা দেখল। কিন্তু কবুতর সেটা খেয়াল করল না। পিঁপড়াটি গিয়ে শিকারির পায়ে কামড় দিল। ব্যথায় চিত্কার করে উঠল শিকারি। সেই চিত্কারে উড়ে গেল কবুতর। তার প্রাণ বেঁচে গেল।

উপদেশ : পরের ভালো করলে বিনিময়ে তোমারও ভালো হবে।

Googleplus Pint
Jafar IqBal
Posts 1522
Post Views 940