MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

জাপানে প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসে ৬ জন নিহত

In আন্তর্জাতিক - Jun 22 at 11:59am
জাপানে প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসে ৬ জন নিহত

প্রবল বৃষ্টিপাতের কারণে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন এক বিশ্ববিদ্যালয় ছাত্র। আজ বুধবার ওই এলাকায় বৃষ্টিপাতের মাত্রা সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে।

জাপানের জাতীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, দক্ষিণের প্রধান দ্বীপ কিউশুর কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এখানেই গত এপ্রিলে ভূমিকম্পের কারণে ৪৯ জন মৃত্যু হয়েছিল।

আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া এক নারী এনএইচকে-কে বলেন, ‘আমাকে এতোটাই তাড়াহুড়া করতে হয়েছে যে, কেবল গায়ের পোশাক ছাড়া কিছুই আনতে পারিনি আমি।'

নিহতদের মধ্যে এক দম্পতিও রয়েছে। কুমামুতো এলাকায় আশির দশকে তৈরি করা তাদের বাড়িটি মাটির নিচে চাপা পড়ে গেছে। এর আগে কয়েকটি এলাকায় মাত্র আধা ঘন্টায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে সরকারি কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, গত এপ্রিলে ভূমিকম্পের পর এ এলাকার ভূমি দুর্বল হয়ে পড়েছে। তাই প্রবল বৃষ্টিপাতের কারণে এখানে আরো ভূমিধসের ঘটনা ঘটতে পারে।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5334
Post Views 75