MysmsBD.ComLogin Sign Up

অসুস্থ সিংহ ও শেয়াল

In ঈশপের গল্প - Jun 22 at 3:16am
অসুস্থ সিংহ ও শেয়াল

সিংহ এত বুড়ো হয়েছে যে সে আর নিজের শিকার ধরতে পারে না। তাই সে মনে মনে এক ফন্দি আঁটল। সে এক গুহার মধ্যে গিয়ে অসুস্থ হয়েছে এমন ভান করে পড়ে রইল। জন্তুরা সকলে এসে তার খোঁজখবর নিতে লাগল। কিন্তু যারাই ঐ গুহার মধ্যে গেল সিংহ তাদের সকলকে ধরে খেয়ে ফেলতে লাগল। শেয়াল কিন্তু বুঝল সবই। তাই সে একদিন গুহার কাছে এসে গুহার বাইরে থেকে সিংহকে সিজ্ঞাসা করল:

‘ওহে সিংহ কেমন আছ?’সিংহ বলল, ‘ভালো না। কিন্তু তুমি কেন ভেতরে আসছ না?’

তখন শেয়াল বলল, ‘ভেতরে যাচ্ছি না কারণ পায়ের দাগ দেখে বুঝতে পারছি, ভেতরে যাবার পথ অনেক কিন্তু বাইরে আসার পথ নেই।’

Googleplus Pint
Jafar IqBal
Posts 1521
Post Views 705