MysmsBD.ComLogin Sign Up

সিদ্ধার্থ-আলিয়ার মাঝে কি সবকিছু শেষ?

In বিবিধ বিনোদন - Jun 21 at 2:30pm
সিদ্ধার্থ-আলিয়ার মাঝে কি সবকিছু শেষ?

শহীদ কাপুর ও আলিয়া ভাট অভিনীত ‘উড়তা পাঞ্জাব’ সিনেমা মুক্তির দিন থেকেই হলে খুব ভালভাবে উড়ছে। সেন্সর বোর্ডের সাথে মামলায় জয় পেয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাদের সিনেমা। এরপর আবার পাইরেসির কবলে পড়তে হয়েছে এই চলচ্চিত্রকে। কিন্তু এরপরও দমাতে পারেনি ছবির ব্যবসা।

বলিউডের সকলে এই সিনেমার প্রশংসায় পঞ্চমুখ। বিশাল বিশাল সব তারকা ইতোমধ্যে সিনেমা দেখে সামাজিক মাধ্যমের নিজ নিজ একাউন্টে এই সিনেমায় কাজ করা সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু আলিয়া অপেক্ষা করছে একজনের টুইটের অপেক্ষায়!

সিদ্ধার্থ মালহোত্রা ছাড়া আর কেইবা হতে পারে সেই ভাগ্যবান। সিদ্ধার্থ এখনও আলিয়ার নতুন সিনেমা দেখে নি। এমনকি এই সিনেমার ব্যাপারে তিনি এখনও কোন কিছু বলেনি। আলিয়াকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান, ‘সিদ্ধার্থ মিয়ামিতে নিজের সিনেমার কাজে ব্যস্ত। তিনি এই ছবি দেখার পর অবশ্যই টুইট করবে। আমি তার টুইটের জন্য অপেক্ষা করব।’

বলিউডে এখন গুজব শুরু হয়েছে তাদের মাঝে হয়ত সব শেষ হবার পথে। নইলে ফোন করেই তো একে-অপরের প্রশংসা করতে পারত। আলিয়া টুইটের জন্য অপেক্ষা করবে কেন। তাহলে কি তাদের মাঝে কথা বলাও বন্ধ?

Googleplus Pint
Anik Sutradhar
Posts 7085
Post Views 252