MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

বেঁচে থাকুক মানবিকতা!কুকুরকে পঙ্গুত্ব থেকে মুক্তিদান

In সাধারন অন্যরকম খবর - Jun 21 at 2:15pm
বেঁচে থাকুক মানবিকতা!কুকুরকে পঙ্গুত্ব থেকে মুক্তিদান

পৃথিবীতে একে অন্যের উপকারে আসবে এটাইতো স্বাভাবিক হওয়া উচিত। কিন্তু আমরা কতটুকু সহানুভূতিশীল হতে পারি? আবার দেখুন, এই আমরাই পারি অনেক কিছু করতে।

কয়েকদিন আগে কলকাতায় কুকুর নিধনে পোষ্যপ্রেমীদের মুখে মুখে নিন্দার ঝড় উঠেছিল। প্রতিবাদে মুখর হয়েছিল অনেকেই। তবে মানবিক শিক্ষা কি আদৌ কেউ গ্রহণ করেছিল? প্রশ্নটা থেকেই যায়! তারপরও তো ভারতের কত শহরে কুকুর হত্যার ঘটনা শিরোনামে উঠে এসেছে। তবে আছে কিছু ব্যাতিক্রমও। যা হয়তো লোকচক্ষুর আড়ালেই থেকে গেছে।

কর্ণাটকের মহীশূরে দুর্ঘটনায় পা হারিয়েছিল একটি কুকুর। আর সেই পা হারানো কুকুরের পঙ্গুত্ব দূর করতে এক সহৃদয় ডাক্তার যা করলেন, তা সবার কাছে শিক্ষার তো বটেই সঙ্গে দৃষ্টান্তও।

পিছনের দুটি পায়ের সঙ্গে ডাক্তার বানিয়ে দিলেন কার্ট যাকে বলা হয় দু'চাকার গাড়ি। হয়তো আগের মতো স্বাভাবিক হাঁটাচলা করতে পারে না কুকুরটি। তাতে কি, পঙ্গুত্ব থকেতো মুক্তি পেয়েছে!

Googleplus Pint
Noyon Khan
Posts 2768
Post Views 213