MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

শুটিংয়ে গুরুতর আহত শুভশ্রী

In সিনেমা জগৎ - Jun 21 at 12:55pm
শুটিংয়ে গুরুতর আহত শুভশ্রী

অনেকদিন পর আবার পর্দায় ফিরছেন টালিউডের জনপ্রিয় জুটি জিৎ-শুভশ্রী। ছবির নাম 'প্রেম কী বুঝি নি'।

লন্ডনের পাট চুকিয়ে আপাতত ছবি শুটিং আউটডোর চলছে ভারতে। সব কিছু চলছিল ঠিকঠাক। তবে লাইট-ক্যামেরা অ্যাকশন বলার সঙ্গে সঙ্গে হল বিপত্তি।

‘প্রেম কী বুঝি নি’ শুটিংয়েই পায়ে গুরুতর চোট পান শুভশ্রী। বন্ধ করে দেওয়া হয় ছবির শুটিং। তবে আপাতত সুস্থ আছেন শুভশ্রী। সম্প্রতি এমন খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন নায়িকা। সঙ্গে কয়েকটি ছবি পোস্টও করেছেন তিনি।

কিছুদিন আগে বিদেশে খিচুরি লাঞ্চ থেকে শুরু করে খোলা বাজারে শপিং সবের ছবি ফেসবুকে পোস্ট করেছেন নায়িকা। সঙ্গে শপিং টিপস। কোথায় কি ভাল পাওয়া যায়। আর কোথা থেকে শপিং না করলে লন্ডনে আসাই বৃথা।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2589
Post Views 909