MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

আসছে উচ্চগতির ব্লুটুথ ৫.০

In নতুন প্রযুক্তি - Jun 21 at 10:39am
আসছে উচ্চগতির ব্লুটুথ ৫.০

ওয়াইফাইভিত্তিক শেয়ারিং অ্যাপগুলোর দৌলতে ব্লুটুথের দিন অনেকেই শেষ বলে ধরে নিয়েছেন। তাদের জন্য নতুন খবর হলো ওয়াইফাই শেয়ারিংকে টেক্কা দিতে আসতে যাচ্ছে হাইস্পীড ব্লুটুথ টেকনলজি। ভার্সন ৫.০।

ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপের (এসআইজি) পক্ষ থেকে ব্লুটুথের এই নতুন সংস্করণ বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়েছে। এই নতুন প্রযুক্তি ডেক্সটপ, ল্যাপটপ, হেডফোন এমনকী মোবাইল ফোনের শেয়ারিংয়ের ক্ষেত্রে নাটকীয় পরিবর্তন আনবে।

শুধু এটুকুই নয়, ডাটা স্থানান্তরের গতির সঙ্গে সঙ্গে বেড়ে যাচ্ছে ব্লুটুথ রেঞ্জ। আগের ভার্সনগুলোর তুলনায় ব্লুটুথ ৫.০ এর ডাটা স্থানান্তরের গতি ৮০০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।

রিচার্জেবল ডিভাইসের ক্ষেত্রে এই নতুন সংস্করণ অনেক কম ব্যাটারি খরচ করে। চলতি বছরের শেষদিকে অথবা আগামী বছরের প্রথমদিকে এই প্রযুক্তি বাজারে আসতে পারে।-

Googleplus Pint
Noyon Khan
Posts 2742
Post Views 318