MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

শ্রীলঙ্কা-ইংল্যান্ড ওডিআই সিরিজ শুরু কাল

In ক্রিকেট দুনিয়া - Jun 20 at 10:55pm
শ্রীলঙ্কা-ইংল্যান্ড ওডিআই সিরিজ শুরু কাল

আগামীকাল থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ ওডিআই সিরিজ। মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে নটিংহামের ট্রেন্ট ব্রিজে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়।

এর আগে স্বাগতিক ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচ টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা। এরপর আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচ ওডিআই সিরিজ খেলেছে লঙ্কানরা। এই দুই ম্যাচেই বড় ব্যবধানে জিতেছে অ্যাঞ্জেলো ম্যাথুজের দল।

ইংল্যান্ডের বিরুদ্ধে এ পর্যন্ত মোট ৬৪টি ওডিআই ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা। এর মধ্যে শ্রীলঙ্কা জিতেছে ৩৪টিতে ও ইংল্যান্ড জিতেছে ৩০টিতে।

ইংল্যান্ড একাদশ (সম্ভাব্য): জ্যাসন রায়, আলেক্স হেলস, জো রুট, ইয়ন মরগ্যান (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), জনি বেয়ারস্টো, মঈন আলী, ক্রিস ওয়েকস, ক্রিস জর্ডান, ডেভিড উইলে, স্টিভেন ফিন।

শ্রীলঙ্কা একাদশ (সম্ভাব্য): কুসল পেরেরা, দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিস, উপুল থারাঙ্গা, দিনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), দাসুন শানাকা, ফারভেজ মাহারুফ, সেকুগে প্রসন্ন, সুরজ রনদীভ/নুয়ান প্রদ্বীপ, সুরঙ্গা লাকমাল।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2587
Post Views 223