MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

বুমরাহর কাছে শ্রেষ্ঠত্ব হারালেন আল-আমিন

In ক্রিকেট দুনিয়া - Jun 20 at 10:51pm
বুমরাহর কাছে শ্রেষ্ঠত্ব হারালেন আল-আমিন

চলতি বছরের অন্যতম সেরা টি-টোয়েন্টি বোলার হিসেবে ইতোমধ্যে নিজেকে প্রকাশ করে ফেলেছেন বাংলাদেশের অন্যতম সেরা পেসার আল-আমিন হোসেন। কিন্তু ম্যাচ না খেলার সুবাদে তার শ্রেষ্ঠত্ব দখল করে নিলেন ভারতীয় পেসার জাস্প্রিত বুমরাহ। চলতি বছরে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সংখ্যক উইকেট নিয়েছেন বুমরাহ।

১৮ ম্যাচে ২৪ উইকেট নিয়ে ২০১৬ সালের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার এখন বুমরাহ। ২২ উইকেট নিয়ে এতোদিন এই জায়গাটি নিজের করে রেখেছিলেন আল-আমিন। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৩ উইকেট নিয়ে আল-আমিনকে টপকে যান বুমরাহ। ২৪ উইকেট পেলেও আল-আমিনের থেকে ৪ ম্যাচ বেশি খেলেছেন এই ভারতীয় পেসার।

বছরের শুরু থেকেই প্রথম এবং দ্বিতীয় স্থানের জন্য লড়াই চলছিল আল-আমিন এবং বুমরাহর ভেতর। ২১ উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন আরেক ভারতীয় বোলার রবিচন্দ্রন অশ্বিন। ১৬ ম্যাচে ২০ উইকেট নিয়ে চতুর্থ স্থান নিজের করে রেখেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আরব আমিরাতের আমজাদ জাভেদ ১০ ম্যাচে ১৮ উইকেট নিয়ে রয়েছেন পঞ্চম স্থানে।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5255
Post Views 795