MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ইফতার পার্টিতে সালমানকে এড়িয়ে গেলেন ক্যাটরিনা!

In বিবিধ বিনোদন - Jun 20 at 10:17pm
ইফতার পার্টিতে সালমানকে এড়িয়ে গেলেন ক্যাটরিনা!

কংগ্রেস নেতা বাবা সিদ্দিকির আলোচিত ইফতার পার্টিতে বিভিন্ন রাজনীতিবিদের সমাবেশ বসে প্রতিবছর। তাদের সঙ্গে যোগ দেন বলিউড তারকারাও। আর প্রতিবছর এই পার্টির মধ্যমণি হয়ে থাকেন সালমান খান।

এবার এই পার্টিতে নির্মাতা কবির খানের হাত ধরে উপস্থিত হলেন ক্যাটরিনা।

অনেকের আশা ছিল এই পার্টিতে সালমান লুলিয়াকে একসঙ্গে দেখে নতুন কোন জল্পনার জন্ম হবে। কিন্তু সালমানকে সেখানে একা দেখা গেল।

এরপর ক্যাটরিনা পৌঁছানোর পর মিডিয়ার সমস্ত মনোযোগ কেড়ে নেন তিনি। অনেকের সঙ্গে হাত মেলালেও সালমানের সঙ্গে কথাও বলতে দেখা যায় নি ক্যাটরিনাকে। সালমানকে সম্পূর্ণ এড়িয়ে গেলেন এ নায়িকা।

Googleplus Pint
Noyon Khan
Posts 2766
Post Views 292