MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

নারী বাস্কেটবল খেলোয়াড়কে বিয়ে করলেন ইশান্ত শর্মা

In খেলাধুলার বিবিধ - Jun 20 at 7:27pm
নারী বাস্কেটবল খেলোয়াড়কে বিয়ে করলেন ইশান্ত শর্মা

আইপিএলে সময়টা ভালো যায়নি। ক্রিকেট থেকে ছিলেন বেশ কয়েকদিনের বিরতিতে। এই ফাঁকেই বিয়ের কাজ সেরে ফেললেন ভারতীয় ক্রিকেট দলের পেসার ইশান্ত শর্মা। কোণে ভারতের বাস্কেটবল দলের খেলোয়াড় প্রতিমা সিং। রোববার ভারতের দিল্লিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়।

প্রতিমার বোনরাও বাস্কেটবল খেলোয়াড়। চার বোনের একজন প্রশান্তি ভারতের জাতীয় নারী বাস্কেটবল দলের অধিনায়ক। আরেক বোন আকংশাও ভারতের জাতীয় নারী বাস্কেটবল দলের সদস্য। সবার বড় বোন প্রিয়াঙ্কা পাটিয়ালা বাস্কেটবল দলের কোচ।

কিছুদিন বন্ধু থাকার পর অবশেষে বিয়ের সিদ্ধান্ত নেন তারা। জিম্বাবুয়ে সিরিজে দলের সঙ্গে ছিলেন না ইশান্ত। তবে জুলাইতে ওয়েস্ট ইন্ডিজ সফরে ঠিকই দলের সঙ্গে যুক্ত হবেন এই ৬ ফিট ৫ ইঞ্চির ডানহাতি পেসার।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2508
Post Views 327