MysmsBD.ComLogin Sign Up

হাসপাতাল থেকে তুলে নিয়ে গিয়ে শিশুকে ধর্ষণ

In আন্তর্জাতিক - Jun 20 at 6:03pm
হাসপাতাল থেকে তুলে নিয়ে গিয়ে শিশুকে ধর্ষণ

ভিন্‌রাজ্য থেকে মেয়ের চিকিৎসার জন্য জয়পুরে এসেছিলেন এক প্রতিবন্ধী মহিলা। কিন্তু চিকিৎসা করাতে এসে নিজের সন্তানের সঙ্গে যে এমন ভয়ংকর কিছু ঘটতে পারে, তা দুঃস্বপ্নেও ভাবেননি।

জয়পুরের এক সরকারি হাসপাতাল থেকে বছর তিনেকের শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল। রোববার রাতের ঘটনা।

এই নিয়ে রাজস্থানে এই মাসে দ্বিতীয় বার নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটল। এর আগে গত ১১ জুন এমন একটি ঘটনা ঘটেছিল। সে দিনও তিন বছরেরই একটি শিশু ধর্ষণের শিকার হয়েছিল। ঘটনাটি ঘটেছিল আগরা হাইওয়েতে। সেই ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

সরকারি হাসপাতালে এমন ঘটনা ঘটায় হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা এখন প্রশ্নের মুখে। আর কয়েক সপ্তাহের ব্যবধানে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি ভিন্‌রাজ্য থেকে ওই শিশুটির চিকিৎসার জন্য তাকে জয়পুরের ওই সরকারি হাসপাতালে নিয়ে এসেছিলেন তার মা। রাতের দিকে ওই প্রতিবন্ধী মহিলা ফোনে কথা বলার জন্য বাইরে যান। এর পর ফিরে এসে তিনি আর মেয়েকে দেখতে পাননি। বহু খোঁজাখুঁজির পর সোমবার ভোরে হাসপাতালের ফটকের কাছ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই শিশুকন্যাকে। তার ঘাড়ে ও মুখে আঘাতের চিহ্ন ছিল। সঙ্গে সঙ্গে শিশুটিকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ওই হাসপাতালের সুপার জানিয়েছেন, শিশুটির অস্ত্রোপচার হয়েছে। এখনও তাকে আইসিইউতে রয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

সূত্র: আনন্দবাজার

Googleplus Pint
Anik Sutradhar
Posts 6714
Post Views 261