MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ওয়ার্নের পাশে কে এই তরুণী!

In খেলাধুলার বিবিধ - Jun 20 at 3:43pm
ওয়ার্নের পাশে কে এই তরুণী!

স্ত্রীর সঙ্গে অনেক আগেই ডিভোর্স হয়ে গেছে তিন সন্তানের জনক ওয়ার্নের। নিজের ছেলেমেয়েরা যথেষ্ট বড় হয়েছে। কিন্তু তারপরও ওয়ার্ন পুরনো অভ্যাস থেকে বের হতে পারেননি। এক লাস্যময়ীর সঙ্গে ৪৬ বছর বয়সী এই অসি তারকা ক্যামেরাবন্দী হয়েছেন সেন্ট্রাল লন্ডনের সোহোতে।


একটি পাবের বাইরে এক সুন্দরীর সঙ্গে ওয়ার্ন খুবই ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন। ছবিতে দেখা গেছে, ওয়ার্নের এক হাতে সিগারেট। অন্য হাতে আই ফোন। কখনো সেই সুন্দরী ওয়ার্নকে জড়িয়ে ধরে রাখছেন কখনো তার কানের কাছে মুখ নিয়ে যাচ্ছেন। যদিও এই লাস্যময়ীর নাম কী তা জানা যায়নি।


ওয়ার্নের জীবনে বান্ধবীদের তালিকা বেশ লম্বা। এই তালিকায় রয়েছেন লিজ হার্লি, এমিসি স্কটরা। আরো অনেক নারীদের সঙ্গে জড়িয়ে খবরের শিরোনামে এসেছেন ওয়ার্ন।


কিছুদিন আগে এই মহিলার সঙ্গেই ছবি ছাপিয়েছে ইংল্যান্ডের 'ডেইলি মেইল'। রোববার ইংল্যান্ডের বেশ কয়েকটি ট্যাবলয়েড পত্রিকাও এই মহিলার সঙ্গে ওয়ার্নের ছবি ছেপেছে। যদিও ওয়ার্নের তরফ থেকে এখনো
কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Googleplus Pint
Bayzid Hosain
Posts 29
Post Views 341