MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

জিম্বাবুয়ের ধর্ষণকাণ্ড নিয়ে অনুরাগ ঠাকুরদের মিশন

In খেলাধুলার বিবিধ - Jun 20 at 1:45pm
জিম্বাবুয়ের ধর্ষণকাণ্ড নিয়ে অনুরাগ ঠাকুরদের মিশন

জিম্বাবুয়ে সফরে থাকা মহেন্দ্র সিং ধোনিদের দল বেশ অস্বস্তিতেই পড়েছেন সেই ধর্ষণকাণ্ড নিয়ে। ধর্ষণে অভিযুক্তর নামটি চেপে যাওয়াই অস্বস্তিতে পড়ার কারণ। এতে নামটি শুনতে মানুষের কৌতুহলকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। কে সেই অভিযুক্ত এখনও জানতে চাইছেন অনেকে।

আনন্দবাজার পত্রিকার খবর- ধোঁয়াশা কাটাতে ভারতীয় বোর্ড বিবৃতি দিয়েছে । বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর বলেছেন, ‘খুব দুর্ভাগ্যজনক ঘটনা। কিন্তু আমরা এটা পরিষ্কার করে দিতে চাই যে, ওই ঘটনার সঙ্গে কোনও ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক নেই। যা হবে, সরকারকে জানিয়ে দেব।’

ভারতীয় বিদেশ মন্ত্রক এবং বিসিসিআই থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হল, ধর্ষণ-কাণ্ডের সঙ্গে কোনও ভারতীয় ক্রিকেটার জড়িত নন। ধর্ষণের অভিযোগে যিনি গ্রেফতার হয়েছেন, তিনি ভারতীয় ঠিকই। টিম ইন্ডিয়া যে হোটেলে উঠেছে সেখানেই ঘটনাটা ঘটেছে। কিন্তু অভিযুক্ত ব্যক্তি মোটেই ভারতের কোনও ক্রিকেটার নন।

যদি কোনও ভারতীয় ক্রিকেটার না হন, তাহলে কে? তার উত্তর মিলেছে এভাবে- ‘আসলে সিরিজের স্পনসরদের এক সদস্য অভিযুক্ত হয়েছেন। কোনও ক্রিকেটার হননি।’ আবার এটাও বলা হয়েছে যে, ‘ওই অভিযুক্ত সঙ্গে সঙ্গে ধর্ষণের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। এটাও বলেছেন যে, নিজেকে নির্দোষ প্রমাণ করতে তিনি ডিএনএ টেস্ট দিতে রাজি ।’

প্রসঙ্গত, রোববার জিম্বাবুয়ের কোনও কোনও কাগজ-ওয়েবসাইট লেখে যে, টিম ইন্ডিয়ার হোটেল থেকে এক ভারতীয়কে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। নাম না জানা গেলেও তিনি নাকি এক জন ক্রিকেটার। লিখে দেওয়া হয়, প্রথমে নেশা করিয়ে তার পরে ওই নারীকে ধর্ষণ করা হয়েছে। আবার হারারের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার চ্যারিটি চরাম্বার বক্তব্যও তুলে দেওয়া হয়। যেখানে তিনি বলেন, ‘পুলিশকে তো আইন মেনে চলতে হবে। আমরা সব তদন্ত করে ব্যাপারটা আদালতে পাঠিয়ে দিয়েছি। দেখা যাক কী হয়।’

পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে দেখে ঘটনার সুরাহায় নেমে পড়ে ভারতীয় বিদেশ মন্ত্রক।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5368
Post Views 251