MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

চাপে পড়ল অস্ট্রেলিয়া

In ক্রিকেট দুনিয়া - Jun 20 at 11:42am
চাপে পড়ল অস্ট্রেলিয়া

গত নভেম্বরে এবি ডি ভিলিয়ার্সের শততম টেস্ট ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছিল। এবার দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যানের ২০০তম ওয়ানডে ম্যাচেও জল ঢেলে দিল বেরসিক বৃষ্টি!

ত্রিদেশীয় সিরিজে রোববার রাতে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে।

বার্বাডোজের কেনসিংটন ওভালে টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ। মিচেল স্টার্কের প্রথম ওভার থেকে প্রোটিয়ারা তোলে ৮ রান। খেলা শেষ সেখানেই!

স্টার্কের ওভারের পরই বার্বাডোজে বৃষ্টি নেমেছিল। পরে বৃষ্টি থামলেও পিচ খেলার উপযুক্ত ছিল না। ফলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। দুদলকে তাই সন্তুষ্ট থাকতে হয়েছে ২ পয়েন্ট করে নিয়ে।

এই ম্যাচ জিতলে দক্ষিণ আফ্রিকার ফাইনাল নিশ্চিত হয়ে যেত। সেটা আর হয়নি। চাপে পড়েছে অস্ট্রেলিয়া। ফাইনালে খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের শেষ ম্যাচটা এখন জিততেই হবে। দক্ষিণ আফ্রিকার আরেকটি ম্যাচ আছে স্বাগতিকদের সঙ্গে।

বর্তমানে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। এক ম্যাচ কম খেলা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৮। ম্যাচ জিতলে পয়েন্ট ৪, বোনাস পয়েন্টসহ জিতলে ৫।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5446
Post Views 472