MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

নতুন ফোন আনলো মটোরোলা

In মোবাইল ফোন রিভিউ - Jun 20 at 11:09am
নতুন ফোন আনলো মটোরোলা

ভারতের বাজারে নতুন একটি হ্যান্ডসেট অবমুক্ত করতে যাচ্ছে মটোরোলা। ফোনটির মডেল মটো জি৪। ২২ জুন থেকে ভারতে ফোনটি পাওয়া যাবে। এর আগে মটোরোলা ভারতে মটো জি৪ প্লাস ছেড়েছিল। ফোনটি ভালই সাড়া পেয়েছিল।

মটো জি৪ ফোনটি দুইটি ভার্সনে পাওয়া যাবে। একটি ভার্সনে আছে ২ জিবি র‌্যাম এবং ১৬ জিবি বিল্টইন মেমোরি। অন্য ভার্সনে আছে ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি বিল্টইন মেমোরি। মেমোরি বাড়ানোর সুযোগ আছে।

উভয় ফোনেই আছে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে আছে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন।

কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬১৭ সিরিজের ১.৫ গিগাহার্জের অক্টাকোর প্রসেসর সম্বলিত এই ফোনটির রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের। ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। ফোনের ব্যাটারি ৩০০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের।

ফোনটির দরদাম সম্পর্কে এখনো ধারণা পাওয়া যায়নি।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2624
Post Views 279