MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

পাকিস্তানের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ৩ ম্যাচ টি-২০সিরিজ খেলবে উইন্ডিজ

In ক্রিকেট দুনিয়া - Jun 19 at 11:48pm
পাকিস্তানের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ৩ ম্যাচ টি-২০সিরিজ খেলবে উইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তান ক্রিকেট দল আগামী সেপ্টেম্বর মাসে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে দুইটি টেস্ট তিনটি ওয়ানডে ও তিনটি টি-টেয়েন্টি সিরিজ খেলবে বলে জানিয়েছে পিসিবি। তবে সিরিজের দুই ম্যাচ টেষ্ট খেলা হবে গোলাপি বলে।

প্রথম দিকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এই ব্যাপারে আপত্তি জানালেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ময়দানি লড়াইয়ের আগে প্রস্তুতি ম্যাচ ও অনুশীলন সেশনের প্রস্তাব দিলে পরে সম্মত হয় ক্যারিবিয়ানরা।

রোববার পিসিবির একটি সূত্র জানায়, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আসন্ন আরব আমিরাত সফরে দুইটি টেস্ট ও সমান ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজে মুখোমুখি হবে পাকিস্তান। তবে শিডিউল পরিবর্তিত হয়ে দুই টেস্ট, পাঁচ ওয়ানডে এবং দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে রূপ নিতে পারে।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2625
Post Views 378