MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

কোহেলি নয়, হৃত্বিকের জন্য অপেক্ষায় আনুশকা!

In সিনেমা জগৎ - Jun 19 at 11:32pm
কোহেলি নয়, হৃত্বিকের জন্য অপেক্ষায় আনুশকা!

কোহেলির সঙ্গে ঝগড়া বিবাদ মিটিয়েছেন সেই কবেই। বছর শেষে বিয়ে করবেন বলেও শোনা গেছে। হবু বউয়ের কাছে থাকতে মুম্বাইয়ে ফ্ল্যাট কিনেছেন কোহেলি। এরপরও নাকি আনুশকা থাকেন হৃত্বিকের অপেক্ষায়!

বলিউড কিং শাহরুখ খানের সঙ্গে শুরু করে মি. পারফেকশনিস্ট আমির, সবশেষে বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলার ‘ভাইজান’ সালমানের সঙ্গে সুলতানে অভিনয়। তারপরও যেন একটা আক্ষেপ থেকে গেছে এই বলিউড তারকার মনে। সেটা হলো হার্টথ্রুব হৃত্বিক রোশনের সঙ্গে অভিনয়ের স্বপ্ন!সেই হৃত্বিকের অপেক্ষাতেই এখন আনুশকা।

তিন খানের সঙ্গে অভিনয় করার পর আনুশকা জানিয়েছেন, তিনি হৃত্বিক রোশনের সঙ্গে কাজ করতে খুবই ইচ্ছুক। তবে স্ক্রিপ্ট অবশ্যই ভালো হতে হবে।

স্ক্রিপ্ট ভালো হোক আর খারাপ, আনুশকার ইচ্ছার কথা শোনার পর দর্শকেদেরও মনে নিশ্চয়ই আনুশকা-হৃত্বিক জুটিকে চাক্ষুস করার ইচ্ছা জাগবে। যদিও এর ফলে কোহেলির সঙ্গে ছাড়াছাড়ির কোন সম্ভাবনা নেই।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2587
Post Views 942