MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

শাহরুখের যে ৭টি ছবি 'বক্স অফিস হিট' হয়নি!

In সিনেমা জগৎ - Jun 19 at 11:27pm
শাহরুখের যে ৭টি ছবি 'বক্স অফিস হিট' হয়নি!

বলিউড বাদশা শাহরুখ খানকে প্রায়শই একটা সমালোচনার মুখোমুখি হতে হয়। অনেকেই বলেন যে শাহরুখ তাঁর অভিনয় নিয়ে পরীক্ষা-নীরিক্ষা করেন না। সমালোচকদের মতে কিং খান নাকি নিজেকে 'রাজ' বা 'রাহুল'-এর বাইরে আর বার করতে পারছেন না। মানে সেই একই রকমের আভিনয়! তবে এটাও ঠিক যে ওই ধরনের অভিনয় করেই তিনি আজকের 'The SRK' হয়েছেন।

কিন্তু সত্যিই কী শাহরুখ নিজেকে নিয়ে ভাঙা গড়া করেননি? বাস্তব কিন্তু বলছে অন্য কথা। আর তাহল শাবরুখ বহুবারই নিজের চরিত্র নিয়ে পরীক্ষা করেছেন। তবে, সেইসব ছবিগুলো সেভাবে মোটেই বক্স অফিসে সফল হয়নি। সেই রকমই ৭টা এসআরকে মুভির লিস্ট দেব আপনাদের যে ছবিগুলোতে শাহরুখ দারুণ অভিনয় করেছেন-

১. স্বদেশ, ২. পহেলি, ৩. হে রাম, ৪. আনজাম, ৫. দিল সে, ৬. বিল্লু, ৭. ফ্যান।

সূত্র: জিনিউজ

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2587
Post Views 723