MysmsBD.ComLogin Sign Up

ইন্দোনেশিয়ায় প্রবল বন্যা, নিহত ২৪

In আন্তর্জাতিক - Jun 19 at 7:18pm
ইন্দোনেশিয়ায় প্রবল বন্যা, নিহত ২৪

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে প্রবল বন্যা ও ভুমিধসে ২৪ জন নিহত হয়েছেন। আরও ২৬ জন মানুষ এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতপো পুরো নিগ্রোহ।

সিএনএনের খবরে বলা হয়েছে, শনিবার ভারী বৃষ্টিপাতের ফলে তলিয়ে গেছে দেশটির বেশ কয়েকটি অঞ্চল। বন্যা এবং ভুমিধসের কবলে পড়েছে জাভা প্রদেশের ১৬টি মফঃস্বল ও শহর।

পুউয়েরজোর বোগোঅনটো নদীতে পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে তলিয়ে গেছে আশেপাশের অঞ্চল। বন্যা ও ভুমিধসের বেশিরভাগই হয়েছে পুউয়েরজোর আশেপাশে। নিখোঁজদের উদ্দেশ্যে অনুসন্ধান অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 7047
Post Views 65