MysmsBD.ComLogin Sign Up

বিশ্বের সেরা আবেদনময়ী প্রিয়াঙ্কা

In বিবিধ বিনোদন - Jun 19 at 4:12pm
বিশ্বের সেরা আবেদনময়ী প্রিয়াঙ্কা

বেশ কিছুদিন ধরেই বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কার বৃহস্পতি তুঙ্গে। আর তাই যেন তার ঝুলিতে একের পর এক সফলতা জমা হচ্ছে। এবার বিশ্বের সেরা আবেদনময়ী নারী হিসেবে নির্বাচিত হলেন প্রিয়াঙ্কা।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ম্যাক্সিম ইন্ডিয়া ম্যাগাজ়িনের জরিপে বিশ্বের সেরা আবেদনময়ী নারী হিসেবে নির্বাচিত হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

ম্যাক্সিমের জুন-জুলাই ইস্যুতে কভারগার্ল প্রিয়াঙ্কা। কালো সুইমসুট ও পনিটেলে তাকে ম্যাগাজ়িনের কভারে দেখা গেছে। হেয়ারস্টাইল করেছেন টেড গিবসন। ছবি তুলেছেন নিক স্যাগলিম্বেনি।

ম্যাক্সিম ম্যাগাজিনের টপ ১০০ লিস্টে এবারই প্রথম নন প্রিয়াঙ্কা। এর আগে ২০১১ ও ২০১৩ সালেও দর্শকের ভোটে এই তালিকায় স্থান পেয়েছিলেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা এখন ব্যস্ত সময় পার করছেন হলিউড সিনেমা বেওয়াচ নিয়ে। এতে ৩৩ বছর বয়সি প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে। প্রিয়াঙ্কা, ডোয়াইন জনসন এবং পামেলা অ্যান্ডারসন ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন জ্যাক এফরন, অ্যালেজান্ড্রা ডাডারিও এবং কেলি রোহরবাচ। ২০১৭ সালের ১৯ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 6972
Post Views 482