MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

প্রথম দিনে উড়তা পাঞ্জাবের আয় ১০ কোটি রূপি

In সিনেমা জগৎ - Jun 19 at 6:21am
প্রথম দিনে উড়তা পাঞ্জাবের আয় ১০ কোটি রূপি

একতা কাপুরের বালাজি মোশন পিকচার্স ও অনুরাগ কাশ্যপের ‘ফ্যানটম ফিল্মস’-এর যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি প্রথম দিনে ১০ কোটি রূপি আয় করেছে। অথচ মুক্তির আগেই দুষ্কৃতিকারীরা অনলাইনে ফ্রিতে ছেড়ে দিয়েছিল।

এর আগে ছবিটিকে সেন্সর বোর্ড আটকে দেয়ায় তীব্র সমালোচনার মুখে পড়ে খোদ সেন্সর বোর্ডই। ৯০টি কাটের শর্তে উড়তা পাঞ্জাবকে মুক্তির কথা বলে সেন্সর বোর্ড। এই ইস্যুতে তীব্র বিতর্কের মুখে বিষয়টি মুম্বাই হাইকোর্ট সুরাহা করে মাত্র একটি শট কাটে! ভারতজুড়ে তীব্র আলোচনার পর সত্যি সত্যিই ছবিটি বোধয় সাফল্যের মুখ দেখতে চলেছে। অথচ মাত্র দিন কয়েক আগেও ছবিটির মুক্তি নিয়ে ছিল তুমুল সন্দেহ! আসলে হলমুখি দর্শকরা পাশে থাকলে সবই সম্ভব, তাই যেন মুক্তির প্রথম দিনেই ১০ কোটি রূপি আয় করে প্রমাণ করলো ‘উড়তা পাঞ্জাব’।

ভারতের ২১০০ সিনেমা হলে একযোগে ছবিটির মুক্তি। ভারত ছাড়াও বিশ্বব্যাপী অন্তত ৩০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। মাত্র ৩৪ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমার বিজ্ঞাপন ও প্রিন্টে মিলিয়ে সব মিলিয়ে ৪৮ কোটি ব্যয় হয়েছে উড়তা পাঞ্জাবের! ইন্ডিয়ান এক্সপ্রেস।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2589
Post Views 397