MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

এক গানেই হিট শাকিব খান!

In সিনেমা জগৎ - Jun 19 at 3:02am
এক গানেই হিট শাকিব খান!

শুধুমাত্র একটি ভিডিও গান প্রকাশ হয়েছে। নিজের অভিনীত প্রথম যৌথ প্রযোজনায় নির্মিত ছবিতে শাকিবের ‘ফার্স্ট লুক’। কিন্তু প্রথম লুকেই অবিশ্বাস্য সাড়া পেলেন বাংলাদেশের নম্বর ওয়ান নায়ক খ্যাত শাকিব খান।

আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খান অভিনীত ‘শিকারি’ ছবির নিয়ে কথা বলা হচ্ছে। এ ছবির একটি গান ইউটিউবে বৃহস্পতিবার রাতে আপলোড হওয়ার পর থেকেই ব্যাপক প্রশংসা পাচ্ছেন শাকিব
খান। প্রতি মিনিটেই বেড়ে চলেছে এ গানের দর্শক সংখ্যা।

কলকাতার এসকে মুভিজের নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘হারাবো তোকে’ শিরোনামের এ গানটি প্রথম ১২ ঘণ্টায় দেখা হয়েছে ১ লাখ ৬০ হাজার বারের বেশি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ গানের দর্শক সংখ্যা ছয় লাখ পঞ্চান্ন হাজার ছাড়িয়েছে। এ গানে শাকিব খানকে ভিন্নরূপে দেখেছেন দর্শকরা। এ শাকিব কি ঢালিউডের শাকিব! প্রশংসা করতে গিয়ে এমন বিস্ময় জেগেছে অনেকের মনে। অনেক ভক্ত তো কমেন্ট করতে গিয়ে লিখেছেন যে, শাকিব দুই বাংলার জনপ্রিয় নায়ক এখন।

তাকে বাংলাদেশের পরিচালকরাই এতদিন পর্দায় সঠিকভাবে উপস্থাপন করতে পারেননি।

গানটি লিখেছেন প্রসেন আর মিউজিক করেছেন ইন্দ্রদীপ দাসগুপ্ত। গানটিতে কণ্ঠ দিয়েছেন শান। ‘শিকারি’ ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের পরিচালক সীমান্ত ও কলকাতার জয়দেব। ছবিতে শাকিবের বিপরীতে আছেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী।

Googleplus Pint
Noyon Khan
Posts 2766
Post Views 1225