MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

'আইএসের হাত থেকে মুক্ত ফালুজা'

In আন্তর্জাতিক - Jun 18 at 11:14am
'আইএসের হাত থেকে মুক্ত ফালুজা'

জঙ্গি সংগঠন আইএস-এর হাত থেকে ইরাকের শহর ফালুজা পুনরুদ্ধার হয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। তিনি বলেছেন, ইরাকি বাহিনী ফালুজার বেশিরভাগ অংশের দখল নিয়েছে। অভিযান এখনো চলছে। খবর আল-জাজিরার।

শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে দেওয়া এক বক্তব্যে আবাদি বলেন, আমরা ফালুজার স্বাধীনতার ওয়াদা করেছিলাম এবং সে ওয়াদা পূরণ করেছি।

ছোট কিছু অংশ ছাড়া এই শহরের নিয়ন্ত্রণ এখন আমাদের নিরাপত্তা বাহিনীর হাতে। আর যেটুকু উদ্ধার করা এখনও সম্ভব হয়নি সেগুলোও অল্প সমেয়র মধ্যে দখলে চলে আসবে।

এর আগে, ২০১৪ সালে রাজধানী বাগদাদ থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত ফাল্লুজা শহরের নিয়ন্ত্রণ নেয় আইএস। তারও কয়েক মাস পর ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলেরও দখল নেয় আইএস।

Googleplus Pint
Noyon Khan
Posts 2755
Post Views 61