MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

বৃষ্টি নামাতে নগ্ন করে গ্রাম ঘোরালো কিশোরকে!

In সাধারন অন্যরকম খবর - Jun 18 at 9:35am
বৃষ্টি নামাতে নগ্ন করে গ্রাম ঘোরালো কিশোরকে!

বৃষ্টিহীন প্রচণ্ড রোদ আর তাপদাহে গোটা গ্রাম জুড়েই চলছে খরা। ফসলী জমি ফেটে চৌচির। শুকিয়ে গেছে জলাধার। চাই শুধুই বৃষ্টি! কিন্তু কোথায় সেই বৃষ্টি?

একটুও দেখা নেই তার। তাইতো বৃষ্টি নামাতে বরুণ দেবতাকে সন্তুষ্ট করাটা ছিল জরুরি। আর বরুণ দেবতাকে সন্তুষ্ট করতে তাই এক কিশোরকে নগ্ন করে ঘোরানো হল গোটা গ্রাম!

সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে ভারতের কর্নাটক রাজ্যের চিত্রদুর্গ অঞ্চলের পান্ডারহাল্লি গ্রামে। এই পুরো ঘটনাটি মোবাইলে তুলে ছেড়ে দেয়া হয়েছে ইন্টারনেটে। আর সেই ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই তা নিয়ে নড়েচড়ে বসেছে প্রশাসন।

ভিডিওতে দেখা গেছে, এক কিশোরকে নগ্ন করে তার হাতে বিগ্রহ ধরিয়ে দেয়া হয়েছে। তারপর সেই বিগ্রহ মাথায় নিয়ে গোটা গ্রাম ঘুরছে ওই কিশোর। রীতিমতো ঢাক-ঢোল পিটিয়ে পুজো করা হচ্ছে ওই বিগ্রহকে। তারপর নগ্ন ওই কিশোরের মাথায় কয়েক কলসি জল ঢালা হয় এবং পরানো হয় নতুন পোশাক।

কিন্তু এই ঘটনার পরও ওই গ্রামে বৃষ্টির কোন হদিস মেলেনি।

Googleplus Pint
Noyon Khan
Posts 2752
Post Views 477