MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই উইলিয়ামস, আরভিন

In ক্রিকেট দুনিয়া - Jun 17 at 12:19pm
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই উইলিয়ামস, আরভিন

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হবে না শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিনের। চোটের জন্য জিম্বাবুয়ের ১৮ সদস্যের দলে নেই এই দুই জন।

প্রথম ওয়ানডেতে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান আরভিন। দ্বিতীয় ম্যাচে তার জায়গায় একাদশে আসেন উইলিয়ামস। টসের পর আঙুলে চোট পান তিনি।

ওয়ানডে সিরিজে থাকা টেন্ডাই চিশোরো ও টাউন্ডা মুপারিওয়ার জায়গা হয়নি টি-টোয়েন্টি দলে। প্রথমবারের মতো দলে এসেছেন অফ স্পিনার টাপিওয়া মুফুডজা।

জিম্বাবুয়ে দলে ফিরেছেন উদ্বোধনী ব্যাটসম্যান ব্রায়ান চ্যারি ও টিনোটেন্ডা মুতমবডজি। ৩-০ ব্যবধানে হারা ওয়ানডে সিরিজে ভালো করায় টি-টোয়েন্টি দলেও আছেন চামু চিবাবা।

জিম্বাবুয়ে টি-টোয়েন্টি দল
গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), সিকান্দার রাজা, ব্রায়ান চ্যারি, টেন্ডাই চাটারা, চামু চিবাবা, এল্টন চিগুম্বুরা, নেভিল মাডজিভা, টিমিসেন মারুমা, হ্যামিল্টন মাসাকাদজা, ওয়েলিংটন মাসাকাদজা, পিটার মুর, টাপিওয়া মুফুডজা, টিনোটেন্ডা মুতমবডজি, রিচমন্ড মুতুমবামি (উইকেটরক্ষক), টাওরাই মুজারাবানি, ভুসি সিবান্দা, ডোনাল্ড টিরিপানো, ম্যালকম ওয়ালার।

Googleplus Pint
Anik Sutradhar
Posts 5411
Post Views 259