MysmsBD.ComLogin Sign Up

Search Unlimited Music, Videos And Download Free @ Tube Downloader

বক্স অফিসে শতকোটির সিনেমা

In সিনেমা জগৎ - Jun 17 at 11:23am
বক্স অফিসে শতকোটির সিনেমা

ভারতীয় বক্স অফিসে এখন পর্যন্ত ৪৩টি সিনেমা ১০০ কোটির ঘর অতিক্রম করতে সক্ষম হয়েছে। আর তার বেশির ভাগই হয়েছে নায়ক প্রধান সিনেমাগুলোতে। এছাড়া তালিকায় রয়েছে তানু ওয়ডেস মানু রিটার্নস এবং গ্র্যান্ড মাস্তি’র মতো সিনেমাও।

ঝুলিতে ১০০ কোটির সিনেমার তালিকায় এগিয়ে রয়েছেন সালমান খান। ২০১০ সালের পর থেকে এ অভিনেতার প্রায় সব সিনেমা ১০০ কোটির উপরে ব্যবসা করেছে। তার পরেই রয়েছেন শাহরুখ খান। চলুন জেনে নেই ১০০ কোটির মাইলফলক অতিক্রমকারী তারকাদের মধ্যে কারা রয়েছেন এগিয়ে।

সালমান খান : ১০০ কোটির মাইলফলক অতিক্রমকারী বলিউড তারকাদের মধ্যে শীর্ষে রয়েছেন সালমান খান। এখন পর্যন্ত এ অভিনেতার ৯টি সিনেমা ১০০ কোটির ঘর অতিক্রম করেছে। সিনেমাগুলো হচ্ছে- দাবাং, রেডি, বডিগার্ড, এক থা টাইগার, দাবাং-টু, জয় হো, কিক, বাজরাঙ্গি ভাইজান, প্রেম রতন ধন পায়ো।

শাহরুখ খান : সালমানের পরপরই এ তালিকায় রয়েছে বলিউড কিং শাহরুখ খান। ১০০ কোটির ক্লাব অতিক্রম করেছে এমন ৬টি সিনেমা রয়েছে এ অভিনেতার। সিনেমাগুলো হলো-রা ওয়ান, ডন-টু, জাব তাক হ্যায় জান, চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ার, দিলওয়ালে।

অজয় দেবগন : ১০০ কোটির ক্লাব অতিক্রম করেছে এমন পাঁচটি সিনেমা নিয়ে অজয় দেবগন রয়েছেন তৃতীয় স্থানে। অজয় অভিনীত গোলমাল-থ্রি, সিংহাম, বোল বচ্চন, সন অব সার্দার, সিংহাম রিটার্নস সিনেমাগুলো প্রত্যেকটি ১০০ কোটির ঘর অতিক্রম করেছে।

অক্ষয় কুমার : অজয় দেবগনের সমান সংখ্যক পাঁচটি ১০০ কোটির ঘর স্পর্শকারী সিনেমা রয়েছে অক্ষয় কুমারের ঝুলিতে। বলিউডের খিলাড়ি খ্যাত এ তারকার বক্স অফিসে শতকোটি স্পর্শকারী সিনেমাগুলো হলো- হাউজফুল-টু, রাউডি রাঠোর, হলিডে, এয়ারলিফট, হাউজফুল-থ্রি।

আমির খান : মি. পার্ফেক্টশনিস্ট খ্যাত এ তারকার ঝুলিতে রয়েছে চারটি শতকোটির ঘর অতিক্রমকারী সিনেমা। গজনি, থ্রি ইডিয়টস, ধুম-থ্রি, পিকে সিনেমাগুলো প্রত্যেকটিই ভারতীয় বক্স অফিসে শতকোটি মাইলফলক অতিক্রম করতে সক্ষম হয়েছে।

হৃতিক রোশান : হৃতিক রোশান অভিনীত প্রায় প্রত্যেকটি সিনেমা দর্শকপ্রিয়তা পেয়েছে। তবে বক্স অফিসের শতকোটির মাইলফলক অতিক্রম করতে পেরেছে শুধু তার অগ্নিপথ, কৃশ-থ্রি এবং ব্যাং ব্যাং সিনেমা।

রণবীর সিং : বলিউডের উঠতি তারকাদের মধ্যে একজন রণবীর সিং। তার রাম লীলা এবং রাজিরাও মাস্তানি সিনেমা দুটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। পাশাপাশি একশ কোটির মাইলফলকও স্পর্শ করেছে। শতকোটির সিনেমা বলতে রণবীরের ঝুলিতে এ দুটিই।

রণবীর কাপুর : অভিনয়ের জন্য সবসময়ই প্রশংসা পেয়ে এসেছেন রণবীর কাপুর। তবে তার সিনেমাগুলো বক্স অফিসে খুব একটা সাফল্যের মুখ দেখেনি। এর মধ্যে তার বারফি এবং ইয়ে জাওয়নি হ্যায় দিওয়ানি সিনেমা দুটো শতকোটির লাইন পার করতে সক্ষম হয়েছে।

বরুন ধাওয়ান : বরুন ধাওয়ান অভিনীত এবিসিডি-টু এবং দিলওয়ালে শতকোটির ঘর অতিক্রম করেছে। তবে এর মধ্যে দিলওয়ালে সিনেমায় প্রধান চরিত্রে ছিলেন শাহরুখ খান।

জন আব্রাহাম : এ অভিনেতার ঝুলিতেও রয়েছে দুটি সিনেমা। জন অভিনীত হাউজফুল-টু এবং রেস-টু সিনেমা দুটির আয় ১০০ কোটির উপরে।

এ ছাড়া অর্জুন কাপুর অভিনীত টু স্টেটস, ফারহান আখতার অভিনীত ভাগ মিলকা ভাগ, সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত এক ভিলেন, সাইফ আলী খান অভিনীত রেস-টু ১০০ কোটি মাইলফলক অতিক্রম করেছে।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 3865
Post Views 597