MysmsBD.ComLogin Sign Up

যে কারণে পাল্টে গেলো শাকিবের ‘মেন্টাল’ ছবির নাম!

In সিনেমা জগৎ - Jun 17 at 4:35am
যে কারণে পাল্টে গেলো শাকিবের ‘মেন্টাল’ ছবির নাম!

‘মেন্টাল- ইট ক্যান বি ইউর লাভ স্টোরি’ নামে ছবিটিতে অভিনয় করেছেন শাকিব খান, তিশা, আঁচল ও পড়শী। আলোচিত তারকা নির্ভর ছবির নামটিতে কাঁচি চালিয়েছে সেন্সরবোর্ড। ইংরেজি নামে ছবি মুক্তি দেওয়ার নিয়ম না থাকায় পাল্টে গেলো ‘মেন্টাল’-এর চেহারা। ছবিটি মুক্তি পাবে ‘রানা পাগলা’ নামে। তবে ট্যাগ হিসেবে থাকবে ‘দি মেন্টাল’।

গত বছর ছবিটি মুক্তির কথা ছিলো। এবার জানা গেলো ঈদে আসছে এটি। শামীম আহাম্মেদ রনি পরিচালিত এই ছবিটি বৃহস্পতিবার (১৬ জুন) সেন্সর ছাড়পত্র পেয়েছে। এর প্রযোজক পারভেজ চৌধুরী জানান, ঈদে দেড়শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রানা পাগলা-দি মেন্টাল’। তার আগে ছবিটির আইটেম নাম্বারসহ অন্য গানগুলো প্রকাশ করা হবে।

‘রানা পাগলা’ ছাড়াও ঈদে শাকিব খান অভিনীত আরও দুটি ছবি মুক্তি পেতে পারে। এগুলো হলো ‘সম্রাট’ ও ‘শিকারী’। শাকিব ব্যক্তিগতভাবে চান দুটি ছবির মুক্তি। কে ক্ষেত্রে কোনটা পিছিয়ে পড়ে সেটা দেখার বিষয়। ঈদে শাকিবের সঙ্গে লড়বেন ওপার বাংলার নায়ক জিৎ। তার ছবির নাম ‘বাদশা’।

Googleplus Pint
Asifkhan Asif
Posts 1365
Post Views 762