MysmsBD.ComLogin Sign Up

[Trick] Uc Browser দিচ্ছে ৪০০০টাকা করে বিকাশে। বাংলাদেশ থেকে প্রথম থেকে ৪০০০ জন পাবে ৪০০০ টাকা করে ।

টাকার বিনিময়ে রাত কাটানোর প্রস্তাব পাচ্ছেন আলিশা

In বিবিধ বিনোদন - Jun 17 at 4:03am
টাকার বিনিময়ে রাত কাটানোর প্রস্তাব পাচ্ছেন আলিশা

বলিউড মডেল-অভিনেত্রী আলিশা খান। বাড়ি থেকে বিতাড়িত এ অভিনেত্রীর এখন দিন কাটছে রাস্তায়। পরিবারের সঙ্গে গাজীয়াবাদে থাকতেন আলিশা। সম্প্রতি মা এবং ভাই তাকে বাড়ি থেকে বের করে দিলে পথে এসে দাঁড়াতে হয় তাকে। কখনো কোনো বন্ধুর বাড়িতে অথবা মন্দিরে রাত কাটাচ্ছেন তিনি। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ অভিনেত্রী জানিয়েছেন বর্তমানে তার কঠিন পরিস্থিতির কথা।


এছাড়া জানিয়েছেন, টাকার বিনিময়ে রাত কাটানোর প্রস্তাব
পাচ্ছেন তিনি। তার আর্থিক দৈনতার কথা জানাতে গিয়ে এ অভিনেত্রী বলেন,
‘আর্থিকভাবে অভাবে থাকায় আমার গহনা এবং মোবাইল ফোনসহ অন্যান্য জিনিস বিক্রি করতে হয়েছে। মানুষ টাকার বিনিময়ে রাত কাটানোর প্রস্তাব দিচ্ছে। তারা জানে আমার অবস্থা ভালো নয়।’ এর আগে বাড়ি থেকে বের করে
দেওয়ার কারণ সম্পর্কে আলিশা জানিয়েছিলেন, তার প্রেমিক তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেওয়ার হুমকি দেয়। এমনকি একটি ভিডিও ইউটিউবে আপলোডও করে। তারপর প্রেমিকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন আলিশা। এ
কারণেই তার পরিবার তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে আলিশা অভিনীত সিনেমা মাই হাজব্যান্ডস ওয়াইফ । এছাড়া ইমরান
হাশমির বিপরীতে আয়না শিরোনামের একটি সিনেমায়
অভিনয় করেছেন তিনি। সিনেমাটি মুক্তি পাবে আগামী আগস্টে। এছাড়া বেশ কয়েকটি মিউজিক
ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে তাকে।

সহকর্মী ইমরান হাশমির কাছে কেন সাহায্য চাননি? জবাবে আলিশা খান বলেন, ‘আমি একজন সেলিব্রেটি। আমি কীভাবে টাকা চাইতে পারি? আমার কিছু নীতি
আছে। আমি কারো কাছে ভিক্ষা চাইতে পারি না। আমি লড়াই করতে পারি এবং লড়াই করে যাব।’

[Trick] Uc Browser দিচ্ছে ৪০০০ টাকা করে বিকাশে। বাংলাদেশ থেকে প্রথম থেকে ৪০০০ জন পাবে ৪০০০ টাকা করে ।

Googleplus Pint
Bayzid Hosain
Posts 29
Post Views 203