MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

কোহলির রেকর্ড ভাঙলেন আমলা

In ক্রিকেট দুনিয়া - Jun 16 at 10:52pm
কোহলির রেকর্ড ভাঙলেন আমলা

সবচেয়ে কম ম্যাচে ২৩টি সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন ভারতের বিরাট কোহলি। এবার সম্ভবত দীর্ঘ সময়ের জন্য এই রেকর্ডটি ভেঙে দিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান হাশিম আমলা।

বৃহস্পতিবার ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত এক জয় পায় দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচে আমলার ব্যাট থেকে আসে ১১০ রানের অনবদ্য এক ইনিংস। তার ব্যাটে ভর করে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৩৪৩ রান। ওই ম্যাচে আবার ৪৫ রান দিয়ে ৭ উইকেট নিয়ে ইমরান তাহিরও গড়েছিলেন রেকর্ড।

তবে আমলার রেকর্ডটা যেন চাপাই পড়ে গেলো তাহিরের রেকর্ডের নিচে। মাত্র ১৩২ ইনিংস ব্যাট করে ২৩তম সেঞ্চুরির দেখা পেলেন আমলা। অথচ, বিরাট কোহলি এই মাইলফলকে পৌঁছাতে খেলেছেন ১৫৭ ইনিংস।

Googleplus Pint
Mizu Ahmed
Posts 2590
Post Views 635