MysmsBD.ComLogin Sign Up
যে কোন নাটক, মুভি, গান, কৌতুক ও ভিডিও ডাউনলোড করুন খুব সহজেই (Tube)

‘টাকার বিনিময়ে আমি রাত কাটাতাম’

In বিবিধ বিনোদন - Jun 16 at 2:13pm
‘টাকার বিনিময়ে আমি রাত কাটাতাম’

: নিজের জীবনের অন্ধকার অধ্যায় নিয়ে কয়জনই বা কথা বলেন। খোলাখুলি উত্তর দিলে সে বিষয়টি নিয়ে দেখা দেয় সমালোচনার ঝড়। তারপরও যেন থেমে থাকে না সত্যের প্রকাশ। সেই তালিকায় এবার নাম লেখালেন বলিউড অভিনেত্রী আলিশা খানও।

আলিশা সম্প্রতি বলেছেন, 'টাকার বিনিময়ে রাত কাটাতাম। তাদের সঙ্গে রাত কাটানোর জন্য লোকেরা আমায় টাকা দিত।'

জি-নিউজ বলছে, কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটা খবর। 'পয়সার অভাবে ফুটপাথে থাকছেন অভিনেত্রী'। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই একথা জানান আলিশা।

তিনি বলেন, টাকার জন্য আমার গলার সোনার হার, হাতের আংটি, ফোন সবকিছু বেচে দিয়েছি। টাকার বিনিময়ে রাত কাটাতেও রাজি হয়েছি'।

Googleplus Pint
Asifkhan Asif
Posts 1266
Post Views 745