MysmsBD.ComLogin Sign Up

অমিতাভ বচ্চন আর নেই!

In বিবিধ বিনোদন - Jun 16 at 2:01pm
অমিতাভ বচ্চন আর নেই!

বিনোদন ডেস্ক: গত সোমবার বিকালে হঠাৎ করেই 'আরআইপি অমিতাভ বচ্চন' নামে খোলা একটি ফেসবুক পেজের পোস্ট থেকে এমন গুজব ছড়ানো হয়। এতে বিভ্রান্তিতে পড়েন শাহেন শাহ'র ভক্তরা।

পেজের স্ট্যাটাসে লেখা হয়, বলিউড শাহেনশাহ আর বেঁচে নেই।

তবে অমিতাভের কয়েকজন ভক্ত এ ঘটনাকে গুজব বলে জানান। তারা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সবাইকে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেন।

প্রসঙ্গত, এবারই প্রথম নয়, অমিতাভের মৃত্যুর গুজব এর আগেও ছড়ানো হয়েছিল।

Googleplus Pint
Asifkhan Asif
Posts 1372
Post Views 568